Site icon Jamuna Television

বাংলাদেশ পুলিশ এবং ভারতের উদ্যোগে চট্টগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ পুলিশ এবং ভারতের এআইএমএস হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে চট্টগ্রামে শুরু হয়েছে দুইদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।

বৃহস্পতিবার দামপাড়ায় চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সব ধরণের ক্যান্সারের বিষয়ে পরামর্শ দিচ্ছেন ভারতের এইচসিজি ইকো ক্যান্সার সেন্টার মুম্বাই এর সিনিয়র কনসালটেন্ট ও অনকোলজিস্ট ডা. ত্রিনঞ্জন বসু এবং ডা. অংকিত মাহুভাকার।

আয়োজকরা জানান, প্রথম দফায় মূলত: পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা ও পরামর্শ দেয়া হচ্ছে। আগামীকালও সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পের কার্যক্রম চলবে।

Exit mobile version