Site icon Jamuna Television

নিখোঁজ বাবার সাথে দেখা করানোর কথা বলে ধর্ষণ, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার তলুইগাছায় এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে সুব্রত দাসের নামে থানায় মামলাটি দায়ের করেন ওই স্কুলছাত্রীর বাবা।

এর আগে মঙ্গলবার রাতে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। সুব্রত দাস সদর উপজেলার তলুইগাছা গ্রামের ভূতনাথ দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার তলুইগাছা গ্রামের ওই স্কুলছাত্রীর বাবা জনৈক কলেজ শিক্ষককে গত মঙ্গলবার রাতে তার বাড়ির পাশ থেকে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে মর্মে খবর ছড়িয়ে পড়ে।

এ খবর জানার পর ওই স্কুলছাত্রী তার বাবার সাথে দেখা করার জন্য রাতেই বাড়ি থেকে বের হয়। একপর্যায়ে পথে প্রতিবেশী সুব্রত দাসের সাথে তার দেখা হয়। এ সময় সুব্রত তাকে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে পথিমধ্যে ভবানিপুর এলাকায় নির্জন জায়গায় নিয়ে তাকে রাতভর ধর্ষণ করে।

এদিকে ওই কলেজ শিক্ষক পরদিন তার মেয়ের কাছ থেকে বিস্তারিত জানার পর তিনি এ ঘটনায় নিজেই বাদি হয়ে সুব্রত দাসকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেন। সুব্রত দাস বর্তমানে পলাতক রয়েছে।

এ মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক শাহজামাল বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে নির্যাতিতা স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে। ওই ছাত্রী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। এছাড়া সুব্রতকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version