Site icon Jamuna Television

‘তারেক জিয়ার প্রেতাত্মাদের জায়গা এদেশে হবে না’

ফরিদপুর প্রতিনিধি:

আসন্ন ২৮ ফেব্রুয়ারি ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রার্থনা করে জনসভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সন্ধ্যায় মধুখালীর বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মোল্লার সভাপতিত্বে সভায় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ইঙ্গিত করে বক্তারা বলেন, দুর্নীতিবাজ তারেক জিয়ার প্রেতাত্মাদের জায়গা এদেশে আর হবে না। বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে মধুখালী উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে ভোট দিন।

Exit mobile version