Site icon Jamuna Television

কারাগারেই মৃত্যুবরণ করলেন লেখক মুশতাক

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে থাকা লেখক মুশতাক আহমেদ মারা গেছেন। কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন তিনি।

কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান। অসুস্থ হয়ে পড়লে তাকে নেয়া হয় গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মুশতাককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

গত বছর মে মাসে র‍্যাব ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক মুশতাক, কার্টুনিস্ট কিশোর, রাষ্ট্রচিন্তা সংগঠনের দিদার, মিনহাজসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে। তাদের মধ্যে কিশোর ও মুশতাক নয় মাস ধরে কারাগারে ছিলেন।

মুশতাকের আইনজীবী জানিয়েছেন, বুধবারও তাকে আদালতে নিয়ে জামিন আবেদন করা হয়। কিন্তু জামিন মঞ্জুর হয়নি।

Exit mobile version