Site icon Jamuna Television

রাজধানীতে আগুনে পুড়ে ছাই হলো মাইক্রোবাস

সড়কে আগুন লেগে পুড়ে গেছে একটি গাড়ি। রাজধানীর জাহাঙ্গীরগেটে রাত দেড়টার দিকে একটি মাইক্রোবাসে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে সম্পূর্ন পুড়ে গেছে গাড়িটি। এর আগে দুর্ঘটনার স্বীকার হয় মাইক্রোবাসটি। ধানমন্ডি থেকে গুলশানের দিকে যাচ্ছিল সেটি। গভীর রাতে জাহাঙ্গীরগেট এলাকায় গাড়িটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে কয়েকদফা উল্টে যায়।

এরপর ইঞ্জিনে আগুনের সূচনা। যাত্রীরা নিরাপদে বের হয়ে আসলেও দাউ দাউ করে জ্বলে উঠে পুরো গাড়ি। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই পুড়ে ছাই হয়ে যায়। তবে সাত-আটজন যাত্রীর মধ্যে কেউ গুরুতর আহত হননি।

Exit mobile version