Site icon Jamuna Television

ইউরোপা ফুটবলে অঘটন ঘটিয়েছে স্লাভিয়া

পর্তুগীজ ক্লাব বেনফিকার বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে আর্সেনাল। তবে হোঁচট খেয়েছে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রেড ডেভিলস।

নিরপেক্ষ ভেন্যুতে হওয়া ম্যাচে শুরুতেই লিড নেয় আর্সেনাল। স্কোরশিটে নাম তোলেন পিয়েরে অবামেয়াং। প্রথমার্ধের শেষ দিকে দিয়াগো গনসালভেসের গোলে সমতায় ফেরে বেনফিকা। ৬১ মিনিটে পর্তুগীজ ক্লাবটিকে এগিয়ে নেন রাফা সিলভা। তবে কিয়েরান থিয়েরনির গোলে দ্রুতই সমতায় ফেরে আর্সেনাল। এরপর ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান পিয়েরে অবামেয়াং। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল।

দিনের আরেক ম্যাচে অঘটনের শিকার হয়েছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটি। চেক ক্লাব স্লাভিয়া প্রাহার কাছে ২-০ গোলে হেরেছে লেস্টার। ঘরের মাঠ কিং পাওয়ারে আক্রমণাত্মক শুরু লেস্টার সিটির। ছোট বক্সে সুয়োনসোর লক্ষ্যভ্রষ্ট শটে এগিয়ে যাওয়া হয়নি ক্লাবটির। ২৮ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ মিস করেন স্লাভিয়া ফরোয়ার্ড সিমা। বিরতির পর লুকাস প্রোভোডের দারুন ফিনিশিংয়ে এগিয়ে যায় স্লাভিয়া।

এরপর সমতায় ফিরতে বেশ কিছু আক্রমণ তৈরি করে লেস্টার। কিন্তু দুর্বল ফিনিশিংয়ে গোলের দেখা পায়নি ব্রেন্ডন রজার্স শিষ্যরা। উল্টো ৭৯ মিনিটে আবদালাহ সিমার গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্লাভিয়া প্রাহা।

Exit mobile version