Site icon Jamuna Television

ডিজিটাল নিরাপত্তা নামে কালো আইনকে কবর দেয়ার সময় এসেছে

ফাইল ছবি।

ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে অপরাধ দমন করা যায় না। এই কালো আইনকে কবর দেয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে, শ্রমিক ফেডারেশনের জাতীয় কাউন্সিলে এ কথা বলেন তিনি। এসময় লেখক মুশতাক আহমেদের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান ডা. জাফরুল্লাহ।

একইসাথে ইসি’র কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, শ্রমিকদের কাছ থেকেও নির্বাচন শিখতে পারেন সিইসি।

Exit mobile version