Site icon Jamuna Television

উর্দুভাষী মানুষ আমার আত্মার আত্মীয়: নানক

ফাইল ছবি।

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী রফিকা আখতার জাহান বেবীর পক্ষে এক নির্বাচনী পথসভায় জাহাঙ্গীর কবীর নানক বলেন, উর্দুভাষী মানুষ আমার আত্মার আত্মীয়। আমি যেখানেই গিয়েছি তাদের সাথে কথা বলেছি। তাদের দুঃখ কষ্টের পাশে দাঁড়িয়েছি।

আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকাকালে উর্দুভাষীদের নেতা নাসিম আলীর আন্দোলনকে সমর্থন দিয়েছেন। তাদের আন্দোলনকে সমর্থন দিয়ে উর্দুভাষী ভাই বোনদের দাবি আদায়ের আদায়ের চেষ্টা করেছেন। আজকে উর্দুভাষীরা আওয়ামী লীগ বিরোধী নয়।

সৈয়দপুরের ৪২হাজার উর্দুভাষী মানুষ আগামী ২৮ ফেব্রুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

শুক্রবার বিকেলে সৈয়দপুর রেলওয়ের অফিসার্স ক্লাব মাঠে এক নির্বাচনী পথসভায় জাহাঙ্গীর কবীর নানক এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোকছেদুল মোমিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী রফিকা আখতার জাহান বেবী।

Exit mobile version