Site icon Jamuna Television

শেরপুরে ট্রাক উল্টে নারী পথচারী নিহত

শেরপুরে পান বোঝাই ট্রাক উল্টে আমেনা পারভিন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত নারী বাসস্ট্যান্ড এলাকার নূর আলম সিদ্দিক এর স্ত্রী। শুক্রবার শেরপুর শহরের চাপাতলী এলাকার সার্কিট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শেরপুর শহরের বাগরাকসা সুতানালী দিঘীর পাড় এলাকার নূর আলম সিদ্দিক এর স্ত্রী ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রতিদিন সকালে নিয়মিত ওই সড়কে হাঁটেন। প্রতিদিনের মতো আজও তিনি ভোরে ওই সড়ক ধরে হাঁটাহাঁটি শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

চাপাতলী এলাকার সার্কিট হাউজের সামনে পান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই নারীকে চাপা দিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই আমেনা পারভিনের মৃত্যু হয়। পরে পুলিশ গাড়ীটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।

মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Exit mobile version