Site icon Jamuna Television

মুশতাক আহমেদের মৃত্যুতে যা জানালেন তথ্যমন্ত্রী!

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে কারা কর্তৃপক্ষের গাফিলতি আছে কিনা তা তদন্ত হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার বিকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিমিয় সভায় এসব কথা বলেন তিনি। তিনি এ মৃত্যুকে অনভিপ্রেত বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে দেশের সব মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য। ডিজিটাল মাধ্যমে কারও বিরুদ্ধে অপপ্রচার বা মিথ্যা তথ্য ছড়ানো হলে হলে কিংবা মানহানি করা হলে যাতে ভুক্তভোগী বিচার পান সেজন্য।

তবে ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে কোন সাংবাদিক হেনস্থার শিকার হচ্ছে কিনা তাও সরকার খবর রাখে বলে জানান তিনি।

Exit mobile version