Site icon Jamuna Television

হঠাৎ ককপিট থেকে পাইলটের শুভেচ্ছাবার্তা পেলো আট বছরের সোফিয়া

হঠাৎ ককপিট থেকে পাইলটের শুভেচ্ছাবার্তা পেলো আট বছরের সোফিয়া

মাঝ আকাশে জন্মের ক্ষণ উদযাপনের সুযোগ পেলো আট বছরের ছোট্ট শিশু সোফিয়া।

অপ্রত্যাশিত এ উপহারে বিস্ময়ের সীমা ছিল না ইন্দোনেশীয় শিশুটির। যাত্রার মাঝপথে হঠাৎই ককপিট থেকে ভেসে আসে পাইলটের শুভেচ্ছাবার্তা। মুহূর্তেই যাত্রীদের তালিতে মুখরিত হয় পুরো কেবিনেট।

এ সময় ফ্লাইট অ্যাটেনডেন্ট একটি কেকও নিয়ে আসেন সোফিয়ার জন্য। বিমানে মোমবাতি জ্বালানো নিষিদ্ধ বলে রঙিন কাঠি জুড়ে দেয়া হয়েছিল কেকে। পুরো ঘটনার ধারণকৃত দৃশ্য সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সোফিয়ার বাবা-মা।

অভূতপূর্ব এ সৌজন্যে মুগ্ধতা জানিয়েছেন স্পিরিট এয়ারলাইন্স কর্তৃপক্ষকে।

Exit mobile version