Site icon Jamuna Television

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মার্চে বিধান সভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মার্চে বিধান সভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের বিধান সভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে ২৭ মার্চ।

শুক্রবার নির্বাচনের তফসিল ঘোষণা করে, ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এ সময় পশ্চিমবঙ্গসহ মোট ৫ রাজ্যের নির্বাচনের বিভিন্ন বিধি বিধান তুলে ধরা হয়। এবারে নির্বাচনে পশ্চিমবঙ্গের ২৯৪ আসনে হবে ভোটাভুটি। মোট ৮ ধাপে অনুষ্ঠিত হবে ভোট। ১২ হাজার কেন্দ্রে চলবে ভোটগ্রহণ।

অন্যদিকে আসামে ৩ দফায় হবে ভোট।দুই রাজ্যেই ফল ঘোষণা হবে ২ মে। পুদুচেরি, তামিলনাড়ু এবং কেরালায় একদিনেই শেষ হবে ভোটাভুটি।

ভারতের সিইসি সুনিল অরোরা বলেন, গেলবারের চেয়ে এবারের নির্বাচনে ভোটার সংখ্যা বেশি। করোনার কারণে নেয়া হয়েছে স্বাস্থ্যসতর্কতা, তাই বেড়েছে ভোট কেন্দ্রের সংখ্যাও। কোথাও কোথাও ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে ভোটকেন্দ্রের সংখ্যা।

Exit mobile version