Site icon Jamuna Television

গুলি করে পপ গায়িকা লেডি গাগার কুকুর চুরি

গুলি করে পপ গায়িকা লেডি গাগার কুকুর চুরি

গুলি চালিয়ে জনপ্রিয় মার্কিন পপ গায়িকা লেডি গাগার দুটি কুকুর চুরি করেছে দুর্বৃত্তরা। গুলিতে আহত হয়েছে কুকুর পালনকারী এক ব্যক্তি। চুরি হওয়া কুকুর দুটির নাম কোজি ও গোস্তাব। এদের উদ্ধারে লেডি গাগা ৫ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন।

লস অ্যাঞ্জেলের হলিউডে জনপ্রিয় পপ তারকা লেডি গাগার দুটি ফ্রেঞ্চ বুলডগ নিয়ে হাঁটতে বের হন এক রক্ষণাবেক্ষণকারী। তখন এক ব্যক্তি গুলি করে কুকুর দুইটি নিয়ে পালিয়ে যান।

এদিকে গুলিতে আহত হন কুকুর পালনের দায়িত্বে থাকা ওই ব্যক্তি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত। ইতোমধ্যে কুকুর দুটি খুঁজতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন লস অ্যাঞ্জেলের পুলিশ বিভাগ। কুকুর দুটি কে বা কারা নিয়েছেন তা এখনও নিশ্চিত নয়।

Exit mobile version