Site icon Jamuna Television

একসঙ্গে দুই সিনেমায় আসিফ নূর

একসঙ্গে দুই সিনেমায় আসিফ নূর

একসঙ্গে দুইটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তরুণ অভিনেতা আসিফ নূর। এমডি মোতালেব পরিচালিত ‘মন যারে চায়’ ও জাফর আল মামুন পরিচালিত ‘এক পশলা বৃষ্টি’তে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি সিনেমা দুইটিতে যুক্ত হয়েছেন বলে জানান আসিফ নূর। এরই মধ্যে রাজধানীর একটি লোকেশনে ‘মন যারে চায়’ সিনেমার শুটিং শুরু হয়েছে। ‘মন যারে চায়’ সিনেমাতে আসিফের বিপরীতে রয়েছেন অভিনেত্রী সেলিনা আফ্রি। তারা এর আগে একসঙ্গে ‘মায়া’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

অন্যদিকে ‘এক পশলা বৃষ্টি’ সিনেমায় এই অভিনেতার সহশিল্পী কায়েস আরজু ও আঁচল।

Exit mobile version