Site icon Jamuna Television

চিকিৎসারত্ন পুরস্কার দেবে হেডলাইনস ত্রিপুরা

হেডলাইনস ত্রিপুরার পক্ষ থেকে করোনা মোকাবেলায় প্রথম সারির যোদ্ধা হিসেবে দেশ বিদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মাননা জানানো হবে।

আগামী ২৭ ফেব্রুয়ারি বিকাল চারটায় ভারতের আগরতলা শহরের একটি হোটেলে হেডলাইনস ত্রিপুরা এ অনুষ্ঠানের আয়োজন করবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শুভাকারানানন্দ মহারাজ এবং দেশের ক্রিকেট কোচ সম্বরণ ব্যানার্জী, মহারাজ প্রদ্যোত কিশোর মাণিক্য।

যাদের সম্মাননা জানানো হবে তারা হলেন, কলকাতার ডা. কুণাল সরকার, ডা. অরুণা তাতি, ডা. শুভজ্যোতি ভৌমিক, ভেলোরের ডা. দেবাশিস দত্ত, দিল্লী ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ডা. কিশালয় দত্ত, হরিয়ানার ডা, জয়া দেববর্মণ, লন্ডনের ডা. ডি গাোলাটি, বাংলাদেশের ডা. বিদ্যুৎ বড়ুয়া ও ডা. তুষার মুহম্মদ তালুকদার, আমেরিকার ভাইরাস বিশেষজ্ঞ ড. পর্ণালী ধর চৌধুরী।

রাজ্যের চিকিৎসকরা হলেন, ডা. প্রদীপ ভৌমিক, ডা. তপন মজুমদার ও ডা. সঙ্গীতা চক্রবর্তী। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কলকাতার শিল্পী লোপামুদ্রা ও শান্তনু রায়চৌধুরী।

Exit mobile version