Site icon Jamuna Television

দেশে ফিরতে পারবেন না শামীমা: যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট

দেশে ফিরতে পারবেন না শামীমা: যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট

নিজ দেশ ব্রিটেনে প্রবেশের অনুমতি পেলো না আইএস-এ যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী শামীমা বেগম। শুক্রবার, দেশটির সুপ্রিম কোর্ট শোনান এই রায়।

এরফলে ব্রিটেনে ফিরে নিজ নাগরিকত্ব উদ্ধারের আইনি লড়াই করতে পারবেন না তিনি।

২০১৫ সালে, কিশোর বয়সে লন্ডনের বেথনাল গ্রিন এলাকা থেকে তিন স্কুল-পড়ুয়া সিরিয়ায় শিক্ষার্থী আইএসে যোগ দেয়ার লক্ষ্যে পালিয়ে যান। এদেরই একজন শামীমা। ২০১৯ সালে দি টাইমসের এক সাংবাদিক তাকে খুঁজে পান সিরিয়ার আশ্রয়কেন্দ্রে। জঙ্গি মতবাদে বিশ্বাসী তরুণীকে দেশের জন্য হুমকি বিবেচনায় শামীমার নাগরিকত্ব বাতিল করে ব্রিটিশ সরকার। যদিও নিজের কাজের জন্য অনুশোচনা না থাকলেও, শিশু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে যুক্তরাজ্যে ফেরার লড়াই অব্যাহত রেখেছেন শামীমা। সুষ্ঠু ও কার্যকরভাবে নাগরিকত্বের আবেদন পুনর্বিবেচনার জন্য তাকে দেশে ফিরতে দেয়া উচিত বলে ২০২০ সালের জুলাইয়ে রায় দেয় একটি ব্রিটিশ আদালত। গেলো নভেম্বরে সুপ্রিম কোর্টে সে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ব্রিটিশ স্বরাষ্ট্র বিভাগ।

Exit mobile version