Site icon Jamuna Television

মুশতাকের মৃত্যু: মশাল মিছিলে পুলিশের লাঠিপেটা

মুশতাকের মৃত্যু: মশাল মিছিলে পুলিশের লাঠিপেটা

কারা হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে টিএসসি থেকে বের হওয়া মশাল মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময়, বাম সংগঠনগুলোর নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিএসসি থেকে মশাল মিছিল নিয়ে শাহবাগের দিকে যেতে চাইলে পাবলিক লাইব্রেরির সামনে পুলিশের বাধার মুখে পড়ে।

বিক্ষোভকারীদের অভিযোগ, বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

অন্যদিকে পুলিশ বলছে, বিক্ষোভকারীদের মধ্যে থেকে কেউ মশাল ছুড়ে মারে তাদের ওপর। এছাড়া পুলিশকে লক্ষ্য করে ছুড়ে ইট-পাটকেলও। এ সসয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। মশাল মিছিলে হামলার অভিযোগে শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

Exit mobile version