Site icon Jamuna Television

পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় ভোট আগামীকাল

পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় ভোট আগামীকাল

আগামীকাল পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় নির্বাচন। মধ্যরাতে শেষ হয়েছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা।

আজ শনিবার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হবে নির্বাচনী সরঞ্জাম। সব পৌরসভাতেই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে ভোট উপলক্ষে শুক্রবার পৌরসভাগুলোতে মক ভোটিং’র আয়োজন করা হয়। বিভিন্নস্থানে সুষ্ঠু ভোট উপহার দেয়ার প্রত্যাশা নির্বাচন সংশ্লিষ্টদের।

এছাড়া যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।

Exit mobile version