Site icon Jamuna Television

অপহৃত কুকুর ফেরত পেলেন লেডি গাগা

অপহৃত কুকুর ফেরত পেলেন লেডি গাগা

অপহরণ হওয়া প্রিয় দুই ফ্রেঞ্চ বুলডগ ফিরে পেয়েছেন লেডি গাগা। তারা নিরাপদে বাড়ি ফিরেছে বলে শুক্রবার জানায় লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট। তবে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি। খবর- সিএনএন।

কোজি ও গুস্তাব নামের কুকুর দুটিকে দুই ব্যক্তি ধরে নিয়ে যায়। এ সময় গায়িকার ডগ ওয়াকারকে গুলি করে আহত করা হয়। তবে এখন তিনি শঙ্কামুক্ত। তাকে ‘হিরো’ উল্লেখ করেছেন লেডি গাগা।

কুকুর দুটি চুপির পর ফেরত পাওয়ার বিনিময়ে বড় অঙ্কের টাকার ঘোষণাও দিয়েছিলেন এই পপ আইকন।

লেডি গাগার তিনটি ফ্রেঞ্চ বুলডগ আছে। ডগ ওয়াকার কুকুর তিনটিকে নিয়ে বেরিয়েছিলেন। এ সময় অপহরণকারী একটি সেমি অটোমেটিক হ্যান্ডগান থেকে গুলি চালায়। ডগ ওয়াকার গুরুতর আহত হয়ে পড়ে যান। তারপর দুটি কুকুর নিয়ে অপহরণকারীরা পালায়। তৃতীয় কুকুরটি পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

বর্তমানে লেডি গাগা রোমে শুটিং করছেন। অপহরণের পর তার প্রতিনিধি জানিয়েছিলেন, কুকুর ফিরে পেলে পাঁচ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৩ লাখ টাকার বেশি দেবেন গায়িকা। যিনি কুকুর ফেরত দেবেন, তাকে কোনো প্রশ্ন করা হবে না।

Exit mobile version