Site icon Jamuna Television

২০ বছর পর চালু হলো আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস

২০ বছর পর চালু হলো আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস

মানিকগঞ্জ প্রতিনিধি:

২০ বছর পর পুনরায় চালু হলো আরিচা-কাজিরহাট নৌরুটের ফেরি সার্ভিস। আজ বেলা সাড়ে ১০ টায় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরিচা ফেরিঘাট থেকে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়সহ বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বেগম রোকেয়া নামের দুটি ফেরি এই রুটে যুক্ত করা হয়েছে। বেগম রোকেয়া নামের ফেরিতে নৌ প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টরা কাজিরহাট পরিদর্শনে যান। মতিউর রহমান ফেরিটি ১৫টি ট্রাক নিয়ে আরিচা থেকে ছেড়ে যায়।

প্রসঙ্গত, ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি নাব্য সংকটের কারণে আরিচা থেকে ফেরিঘাট পাটুরিয়ায় স্থানান্তর করা হয়। নতুন ঘাট নির্মাণে ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা।

Exit mobile version