Site icon Jamuna Television

ক্রিকেটকে বিদায় জানালেন ইউসুফ পাঠান

ভারতের হয়ে আর মাঠে দেখা যাবে না ইউসুফ পাঠানকে। ২২ গজ থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ভারতের এই অলরাউন্ডার। শুক্রবার, সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে অবসরের ঘোষণা দেন পাঠান।

ভারতের জার্জাসিতে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ ছাড়াও, ২০১১ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন ইউসুফ পাঠান। ভারতের বিপদে ঝড়ো ইনিংস খেলে বহুবার দলকে জিতিয়েছেন তিনি।

ভারতের পক্ষে ৫৭ ওয়ানডে ও ২২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। আইপিএলে খেলেছেন রাজস্থানে। আর আইপিএলে শিরোপা ছুঁয়েছেন কলকাতার হয়ে, সেটাও দুই বার।

Exit mobile version