Site icon Jamuna Television

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় আজও প্রতিবাদ, প্রেসক্লাব ও টিএসসিতে বিক্ষোভ

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় আজও প্রতিবাদ, প্রেসক্লাব ও টিএসসিতে বিক্ষোভ

কারা হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, কারা হেফাজতে একজন মুক্তমনা লেখকের এমন মৃত্যু কোনভাবেই স্বাভাবিক বিষয় নয়। এর প্রকৃত কারণ অনুসন্ধান করতে হবে। তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যাবহার রোধে সরকারের উচ্চপদস্থরা নানা আশ্বাস দিলেও তার সুফল মেলেনি।

বিতর্কিত এই আইনের মাধ্যমে যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠির স্বার্থ সিদ্ধি না হয় সে বিষয়ে সজাগ থাকতে আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আহবান জানান তারা।

Exit mobile version