Site icon Jamuna Television

শাহবাগে মুক্তিযোদ্ধার সন্তানদের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি:
ঢাকার শাহবাগে মুক্তিযোদ্ধা কোটা পুর্ণবহালসহ ৭ দফা দাবীতে মুক্তিযোদ্ধার সন্তানদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ জেলা ইউনিট। আজ দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা শাখা ইউনিটের আহ্বায়ক সাজ্জাদুর রহমান খোশনবীশ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আতিকুর রহমান, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক লায়ন জাহাঙ্গীর আলম, তুহিন সিদ্দিকী, সোহেল সোহরাওয়ার্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াদ সিদ্দিক প্রমুখ।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের উপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এর আগে গত মঙ্গলবার দিনভর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা। এসময় পুলিশি হামলার শিকার হোন বলে অভিযোগ তাদের।

Exit mobile version