Site icon Jamuna Television

কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পৌঁছাতে শুরু করেছে বগুড়া পৌরসভায়

বগুড়া ব্যুরো
বগুড়া পৌরসভার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ভোটগ্রহণের সরঞ্জাম। শনিবার সকাল থেকে এসব সরঞ্জাম নিয়ে পৌর এলাকার ১১৩টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে যেতে শুরু করেছেন।

রোববার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম-এ ভোটগ্রহণ শুরু হবে বগুড়া পৌরসভায়। বিকেল ৪টা পর্যন্ত ভোটদানের সুযোগ পাবেন ২ লাখ ৭৫ হাজার ৮৭০ জন ভোটার। নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৪ জন আর সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য প্রার্থী হয়েছেন ১৮০ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন জানান, আয়তনে দেশের সবচেয়ে বড় এই পৌরসভায় ইভিএম-এ ভোটগ্রহণ হবে স্থানীয় সরকারের যে কোনো নির্বাচনে ইভিএম’র সর্বোচ্চ সংখ্যক ব্যবহার।

Exit mobile version