Site icon Jamuna Television

সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে ভারতের সাথে ফলপ্রসু আলোচনা

সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন।

শনিবার সকালে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের ভিডিও কনফারেন্সের পর এ কথা জানান সচিব। সীমান্তে হত্যা বন্ধে ভারতের পক্ষ থেকে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্র সচিব। এর অংশ হিসেবে শিগগিরই সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ করা হবে বলেও জানান তিনি।

এসময়, মাদক ও চোরাচালান বন্ধেও ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান সচিব। রাজধানী হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

Exit mobile version