Site icon Jamuna Television

ভিডিও গেমস খেলার কারণে সংসার ভাঙ্গলো টটেনহ্যাম ফুটবল তারকা ডেলে আলির

ঘটনা বিশ্বাস করার মত না হলেও ঘটনা একেবারেই সত্য। কোন প্রকার মিথ্যে বা বানোয়াটও নয়। শুধু মাত্র ভিডিও গেমস খেলার কারণেই বিচ্ছেদ হলো ইংল্যান্ডে ও টটেনহ্যামের তরকা ফুটবলার ডেলে আলি ও তার প্রেমিকা রুবি মায়ারের।

২০১৬ সালে শুরু হওয়া সম্পর্ক ২ বার বিচ্ছেদ হলেও ফোঁসটার নামক অনলাইন ভিডিও গেমসকে ভিডিও গেমকে ঘিরে তৈরি হওয়া দ্বন্দ্বের কারণে এই চূড়ান্ত বিচ্ছেদ মেনে নিয়েছেন দুইজনই। “ফোর্টনাইট” নামক অনলাইন গেমেই বেশিরভাগ সময় কাটাতেন আলি। যা প্রেমিকার মোটেও পছন্দ করতেন না। সেই সাথে আরও কিছু বিষয়ে অমিল তৈরি হয়েছিলো আলী ও প্রেমিকা রুবির মধ্যে।

আলির সাথে বিচ্ছেদ হওয়ার পর রুবি তার ইনস্ট্রাগ্রাম পোস্টে জানান, আপাতত নিজেকে নিয়েই ব্যস্ত তিনি। বিপরীতে কোচ মরিনিওর দলে অস্তিত্ব সংকটে পরা আলি ফিরেছেন পুরনো ছন্দে। বুধবার ইউরোপা লিগে ১ গোল ও ২ অ্যাসিস্টে অবদান রাখেন টটেনহ্যামের জয়ে। রুবি ও ডেলে আলির এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।

Exit mobile version