Site icon Jamuna Television

তিন মাসের মধ্যেই টিকা পাসপোর্ট চালু করতে চায় ইইউ

তিন মাসের মধ্যে ভ্যাকসিন পাসপোর্ট চালু করতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

জোটটির নেতারা জানান, মহামারির মধ্যেই বাণিজ্য, পর্যটন, শিক্ষা ও কূটনীতিসহ বিভিন্ন ইস্যুতে সম্পর্ক অব্যাহত রাখতেই এই উদ্যোগ নেয়া হবে।

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জানান, চলতি বছরই ইউরোপের বেশিরভাগ মানুষ করোনার ভ্যাকসিন পাবেন। তা সত্ত্বেও নিয়ন্ত্রণে আসবে না করোনা পরিস্থিতি। এ কারণেই ভ্যাকসিন পাসপোর্ট তৈরির উদ্যোগ নেয়া প্রয়োজন বলে জানান তিনি।

এদিকে, করোনাভাইরাস ভ্যাকসিন সার্টিফিকেট প্রস্তুত করার লক্ষ্যমাত্রা স্থির করেছে ইইউ। তারই ভিত্তিতে তৈরি হবে ভ্যাকসিন পাসপোর্ট। ইইউভুক্ত দেশগুলোয় যারা করোনার টিকা পেয়েছেন, তাদের আলাদা করে চিহ্নিত করা সম্ভব হবে।

এখন পর্যন্ত ইউরোপের মাত্র ছয় শতাংশ মানুষ টিকা পেয়েছেন। তবে জুনের মধ্যে সব মিলিয়ে ৬০ কোটি টিকা পাবে জোটটি, এমন আশা করা হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version