Site icon Jamuna Television

৮১ রোহিঙ্গাকে উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ভারত

সাগরে ভাসমান ৮১ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠানোর তৎপরতা শুরু করেছে ভারত। আন্দামান সাগরে একটি নৌকায় ভাসছিলেন তারা। মারা গেছেন কমপক্ষে ৯ জন।

শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, গেলো ১১ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে নৌকায় চড়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন ৫৬ জন নারী, ২১ জন পুরুষ এবং ১৩ জন শিশু। নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর থেকে প্রায় সপ্তাহখানেক ধরে কোনোরকম খাবার ও পানি ছাড়াই বেঁচে ছিলেন তারা। এখন ভুগছেন গুরুতর পানিশূন্যতায়।

এরই মধ্যে তাদের খাবার, পানি, পোশাক ও জরুরি ওষুধ সরবরাহ করেছে ভারতীয় কোস্ট গার্ড। নিরাপদে তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে নয়াদিল্লি।

ইউএইচ/

Exit mobile version