Site icon Jamuna Television

তিনশ’র বেশি বিড়ালের প্রাণ বাঁচালো থাইল্যান্ডের স্বেচ্ছাসেবকরা

তিনশ’র বেশি বিড়ালের প্রাণ বাঁচালো থাইল্যান্ডের স্বেচ্ছাসেবকরা। ব্যাংককের কাছে দুটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয় বিড়ালগুলো।

কয়েক মাস ধরেই বাড়িটিতে পড়ে ছিল বিড়ালগুলো। প্রতিবেশীরা খবর দেয়ার পর ঘটনাস্থলে যান প্রাণী সংরক্ষণ সংস্থার সদস্যরা।

ধারণা করা হচ্ছে, মহামারি পরিস্থিতিতে অর্থ সংকটে পড়ায় বিড়াল রেখে চলে যান মালিক। বাইরে থেকে কেউ কেউ খাবার ছুড়ে মারায় এতদিন বেঁচে ছিলো এগুলো। অবশ্য বেশ কয়েকটি বিড়াল মারাও গেছে। ৩০৩টি বিড়াল নিরাপদে উদ্ধারের পর নেয়া হয়েছে চিকিৎসার জন্য। আপাতত আশ্রয়কেন্দ্রে হবে এগুলোর ঠাঁই।

এদিকে, মহামারি শুরুর পর পরিত্যক্ত বিড়াল রক্ষার হার বেড়েছে থাইল্যান্ডে।

Exit mobile version