Site icon Jamuna Television

মেসি-ডেম্বেলের গোলে বার্সেলোনার জয়

সেভিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। টেবিলের তিন ও চার নম্বর দলের লড়াই। জয় পেলে বার্সেলোনাকে টপকে টেবিলের তিনে উঠে আসার সুযোগ ছিলো সেভিয়ার। বিপরীতে রিয়ালকে টপকে দুইয়ে উঠে আসার সুযোগ বার্সেলোনার।

এমন সমীকরণে আক্রমণাত্মক শুরু মেসি-দেম্বেলেদের। তবে সেভিয়ার গোছানো রক্ষণ দেয়াল হয়ে দাঁড়ায় কোম্যান শিষ্যদের সামনে। অবশ্য ২৯ মিনিটে ডেডলক ভাঙ্গেন উসমান দেম্বেলে। লিওনেল মেসির অ্যাসিস্টে দারুণ ফিনিশিংয় এই ফরাসি তারকার। এরপর ৮৫ মিনিটে লিওনেল মেসির গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এদিকে, এই জয়ে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে এখন ক্লাবটি।

ইউএইচ/

Exit mobile version