Site icon Jamuna Television

প্রেসক্লাবে ছাত্রদলের সাথে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

জিয়ার রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে করা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার সকালে প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমানের খেতাব বাতিলের দাবিতে ছাত্রদল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এ সময় প্রেসক্লাবে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ শুরু হয়।

এ সময় নেতাকর্মী, পুলিশ ও গণমাধ্যমের বেশ কজন আহত হয়েছেন। পুলিশের অভিযোগ কর্মসূচির জন্য আগাম অনুমতি নেয়া হয়নি। অন্যদিকে, ছাত্রদলের অভিযোগ বরাবরের মতই নিয়ম মেনেই কর্মসূচির আগাম অনুমতি নেয়া হয়।

ইউএইচ/

Exit mobile version