Site icon Jamuna Television

পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি

পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি

মোংলার পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো ডুবে গেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। শুরু হয়নি উদ্ধারকাজও।

ডুবে যাওয়া কার্গোর মাস্টার জানান, বন্দরে আসা একটি বিদেশি জাহাজ থেকে ৭শ’ মেট্রিকটন কয়লা খালাস করে তোলা হয় কার্গো এম ভি বিবি ১১৪৮-এ। শনিবার রাতে কার্গোটি যশোরের নওয়াপাড়ার উদ্দেশে ছেড়ে আসে। পথে পশুর নদীর বানীশান্তা এলাকায় পৌঁছালে সেটির তলা ফেটে ডুবে যায়।

এ সময় মাস্টারসহ ১২ স্টাফ সাতরে তীরে ওঠে। এদিকে এখনও উদ্ধারকাজ শুরু না হলেও মার্কিংয়ের কাজ চলার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। জানানো হয়, মূল চ্যানেলের বাইরে এ দুর্ঘটনা ঘটায় নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

Exit mobile version