Site icon Jamuna Television

কার্টুনিস্ট কিশোরকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ

কার্টুনিস্ট কিশোরকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম শুনানি শেষে তার রিমান্ড নামঞ্জুরের আদেশ দেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি কিশোরকে তিন দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ দিন কিশোরের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক উভয় পক্ষের আবেদন খারিজ করে দেন।

গত বছরের মে মাসে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে কিশোরসহ আরও ১০ জনের বিরুদ্ধে মামলা হয়।

Exit mobile version