Site icon Jamuna Television

পঞ্চম ধাপের পৌর নির্বাচন: ভোট শেষ চলছে গণনা

পঞ্চম ধাপের পৌর নির্বাচন: ভোট শেষ চলছে গণনা

বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া ও হতাহতের মধ্য দিয়ে শেষ হলো পঞ্চম ধাপের ২৯ পৌরসভার ভোটগ্রহণ। এখন চলছে গণনা।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকেই কেন্দ্রে কেন্দ্রে হাজির হন ভোটাররা। এরপর বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। এই ধাপে সবগুলো কেন্দ্রেই ইভিএমে ভোট নেয়া হয়।

বরাবরের মতো নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটের জন্য জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকে পুলিশ-র‍্যাব-বিজিবি। পাশাপাশি দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও।

Exit mobile version