Site icon Jamuna Television

চলচ্চিত্র অভিনয়ে পিন্টু ঘোষ

চলচ্চিত্রাভিনয়ে পিন্টু ঘোষ

চিরকুট ব্যান্ডের প্রাক্তন সদস্য সঙ্গীত পরিচালক ও সংগীতশিল্পী পিন্টু ঘোষ এবারই প্রথম হাজির হচ্ছেন বড় পর্দায়।

তৌকীর আহমেদের মাধ্যমে সিনেমাভিনয়ে পিন্টু ঘোষের অভিষেক হলেও শুরুটা হয় ২০০৫ সালে গোলাম সোহরাব দোদুলের নাটক ‘কৃষ্ণগহ্বর’ দিয়ে। এরপর কাজ করেছেন একই নির্মাতার ‘আগন্তুক’ এবং গিয়াস উদ্দিন সেলিমের ‘কেউ কেউ মৃত জোনাকি’ নাটকে। ‘স্ফুলিঙ্গ’র সংগীত পরিচালক হিসেবেও কাজ করছেন পিন্টু ঘোষ। এতে তার সঙ্গে আছেন রোকন ইমন।

দুজনে মিলে নির্মাতার সমর্থন নিয়ে সিনেমার জন্য নতুন করে বেঁধেছেন জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গানটি। অন্যদিকে পর্দায় পিন্টু ঘোষকে দেখা যাবে রাজু নামের একজন মিউজিশিয়ানের চরিত্রে।

Exit mobile version