Site icon Jamuna Television

নিরাপত্তা বাহিনীর আগ্রাসনে কমপক্ষে ১৮ নিরস্ত্র বিক্ষোভকারীর প্রাণ গেলো মিয়ানমারে

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর সবচেয়ে রক্তক্ষয়ী দিন গেল আজ। সকাল থেকে নিরাপত্তা বাহিনীর আগ্রাসনে প্রাণ যায় কমপক্ষে ১৮ নিরস্ত্র বিক্ষোভকারীর। আহত হন বিপুলসংখ্যক মানুষ। চলছে ব্যাপক ধরপাকড়। রেহাই পাচ্ছেন না দায়িত্বরত সংবাদকর্মীরাও।

টানা দু’দিন রাজধানী নেইপিদো, ইয়াঙ্গুন, ম্যান্ডেলে, মনিয়া, দাওয়েইসহ বিভিন্ন শহরে গুলি, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। এসময় নিজেইরাই ব্যারিকেড তৈরি করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা।

অনেক জায়গায় পুলিশের চলাচল রুখতে, গাড়ি রেখে বন্ধ করা হয় রাস্তা। সেনাবাহিনীর আগ্রাসন ঠেকাতে অন্তবর্তী সরকার গঠনের ঘোষণা দিয়েছে, সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘের স্বীকৃতিও চাইবে তারা।

Exit mobile version