Site icon Jamuna Television

পাটুরিয়ায় ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, চালক নিহত

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি পন্টুন থেকে ট্রাক নদীতে পড়ে এর চালক নিহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ট্রাকের হেলপার।

রোববার রাত ১০টার দিকে পাটুরিয়া ৩ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে চালকের মরদেহসহ ট্রাকটি উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী পণ্যবাহী একটি ট্রাক পাটুরিয়া ৩ নম্বর ঘাটে আমানত শাহ নামের ফেরিতে উঠছিলো। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পন্টুন থেকে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকের হেলপার ভেতর থেকে বেরিয়ে আসতে পারলেও আটকা পড়ে এর চালক। পরে রাত ২টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ট্রাকের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করে। একই সাথে ট্রাকটিও উদ্ধার করা হয়।

তিনি জানান, তাৎক্ষণিক নিহত চালকের পরিচয় জানা যায়নি। মরদেহ পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version