Site icon Jamuna Television

আবারও সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল

আবারও সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার রাজধানী দামেস্কের কাছে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে মিসাইল ছোড়ে তেলআবিব।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে নিশ্চিত করা হয় এ তথ্য। জানায়, ইসরায়েল অধিকৃত গোলান থেকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। সিরিয় বিমান বাহিনী এগুলোর বেশিরভাগই ধ্বংস করে বলে দাবি করা হয়।

স্থানীয়রা জানায়, রাতে আলোর ঝলকানি ও তীব্র আওয়াজ শোনা যায় ওই এলাকায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কিছুদিন আগেই সিরিয়ায় ইরানি ঘাঁটি লক্ষ্য করে মার্কিন হামলায় নিহত হয় ২২ জন।

ইউএইচ/

Exit mobile version