Site icon Jamuna Television

করোনার টিকা নিলেন মোদি

করোনা টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে সোমবার সকালে কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি।

টিকা নেওয়ার ছবিও তিনি পোস্ট করেছেন টুইটারে। ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছেন তিনি।

ছবি টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম। চিকিৎসক ও বিজ্ঞানীরা স্বল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন তা চমকপ্রদ। যারা কোভিড প্রতিষেধক নেওয়ার জন্য মনোনীত তাদের সবার কাছে টিকা নেওয়ার আবেদন জানাচ্ছি আমি। আসুন ভারতকে কোভিড-১৯ থেকে মুক্ত করি।

ভারতে ১৬ জানুয়ারি থেকে শুরু হয় প্রথম দফার টিকাদান। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হয়েছে।

ইউএইচ/

Exit mobile version