Site icon Jamuna Television

করোনার পর ব্যাপকভাবে স্বাস্থ্যবিমা চালু করা জরুরি: প্রধানমন্ত্রী

স্বাস্থ্যবিমার বিষয়ে সাধারণ মানুষ এখনও সচেতন নয় বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাকালের পর ব্যাপকভাবে স্বাস্থ্যবিমা চালু করা জরুরি।

জাতীয় বিমা দিবসের আলোচনায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, নিজেরা দুর্ঘটনা ঘটিয়ে কেউ যেন দুর্নীতির মাধ্যমে বিমার অর্থ আদায় করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে। এ সময় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শিক্ষা বিমা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে দেশে প্রথমবারের মতো চালু হলো শিক্ষা বিমা। এই বিমা পলিসির প্রিমিয়াম বছরে ৮৫ টাকা। পলিসির মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে বা শারীরিকভাবে পঙ্গু হয়ে পড়লে ১৮ বছর বয়স পর্যন্ত তার সন্তানকে প্রতি মাসে ৫শ’ টাকা করে বৃত্তি দেয়া হবে।

ইউএইচ/

Exit mobile version