Site icon Jamuna Television

নিখোঁজের ৬ দিন পর রিকশা চালকের লাশ উদ্ধার

নিখোঁজের ৬ দিন পর মো. শমসের শেখ (২০) নামে এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ মার্চ) সকাল ৮টার দিকে দেওপাড়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে বিদ্যুৎ অফিসের পাশে লেকের ধারে জনসাধারণ চলাচলের সময় অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ইউএইচ/

Exit mobile version