Site icon Jamuna Television

ছাত্রদলের কর্মসূচিতে পুলিশ অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের কর্মসূচির সময় পুলিশ অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

সোমবার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে স্বীকৃতি স্মারক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, সব ক্ষেত্রেই পুলিশ চরম ধৈর্যের সাথে দায়িত্ব পালন করছে। রোববার প্রেসক্লাবের সামনেও পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, পুলিশ কারো প্রতিপক্ষ নয়। তবুও পুলিশকে প্রতিপক্ষ বানানো হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version