Site icon Jamuna Television

প্রগতিশীল ছাত্র সংগঠনের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের সাথে ধস্তাধস্তি

কারা হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

সোমবার বেলা বারোটা নাগাদ বেশ কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। এরপর সচিবালয়ের সামনে বসেই বিক্ষোভ শুরু করেন তারা।

আন্দোলনকারীরা বলেন, কারাগারে মুশতাক আহমেদের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। এর পেছনের কারণ অনুসন্ধান করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে তাই এ আইন বাতিলের সময় এসেছে। লেখক মুশতাকের মতো আরও যারা কারাগারে রয়েছে তাদের মুক্তিও দাবি করেন নেতাকর্মীরা।

ইউএইচ/

Exit mobile version