Site icon Jamuna Television

শ্রীলঙ্কার নতুন ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন টম মুডি

শ্রীলঙ্কার নতুন ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন টম মুডি। রবিবার শ্রীলঙ্কা ক্রিকেটের টেকনিক্যাল পরামর্শক কমিটির সুপারিশক্রমে মুডির এই নিয়োগ চূড়ান্ত হয়।

৩ বছরের চুক্তিতে এসএলসির পরামর্শক হিসেবে যুক্ত হচ্ছেন মুডি। দায়িত্ব বুঝে নেওয়ার পর ৩০০ দিন তিনি শ্রীলঙ্কার হয়ে কাজ করবেন। এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে, মুডির দায়িত্ব হবে মূলত ফিউচার ট্যুর প্রোগ্রাম নিয়ে কাজ করা,ঘরোয়া টুর্নামেন্টগুলোর দিকে নজর রাখা, প্লেয়ার ওয়েলফেয়ার, শিক্ষা এবং দক্ষতার উন্নয়ন, কোচিং এবং সাপোর্ট স্টাফ কাঠামো এবং হাই পারফরম্যান্স এবং ডাটা অ্যানালাইসিস সংক্রান্ত বিষয়গুলোর দেখাশুনা করা।

অস্ট্রেলিয়া ও ওরচেস্টারশায়ারের সাবেক অলরাউন্ডার মুডি এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ হিসেবে ২ বছর মেয়াদে কাজ করেছেন। তার অধীনে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা।

Exit mobile version