Site icon Jamuna Television

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সোমবার দুদকের উপ-পরিচালক সেলিনা আক্তার তাকে প্রায় আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদ শেষে জানান, তার বিরুদ্ধে অনীত অভিযোগ ভিত্তিহীন। আমীর খসরুর বিরুদ্ধে বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচারের পাশাপাশি স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্য ও নিজের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।

এর আগে ২০১৮ সালে আমির খসরু ও তার স্ত্রী তাহেরা খসরু আলমকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় দুদক। একই বছরে তাকে দুদফায় তলবও করেছিল সংস্থাটি।

Exit mobile version