Site icon Jamuna Television

আকিজ ভেনচার ও ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহীর দায়িত্ব পেলেন সৈয়দ আলমগীর

আকিজ ভেনচার লিমিটেড ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা ও প্রধান নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সৈয়দ আলমগীর।

খুব শীঘ্রই তিনি তার কৌশলী এবং উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা দিয়ে আকিজ ভেনচার লিমিটেড এবং এর অঙ্গসংস্থান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে সঞ্চারিত করবেন নতুন গতি। এমনটাই বিশ্বাস করেন আকিজ পরিবারের সদস্যরা।

নতুন এই দায়িত্ব পেয়ে সৈয়দ আলমগীর বলেন, আকিজ গ্রুপের সাথে তার এই যাত্রা শুভ হবে এমটাই প্রত্যাশা। সৈয়দ আলমগীর ১৯৯২ সালে গ্রুপ মার্কেটিং ডিরেক্টর হিসেবে যমুনা গ্রুপে যোগদান করেছিলেন।

Exit mobile version