Site icon Jamuna Television

টঙ্গিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গাড়ি চালকের মৃত্যু

গাজীপুরের টঙ্গিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম নামে এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে টঙ্গির পিপলস সিরামিকসের কাছে এই ঘটনা ঘটে।

জাহিদ গাড়ি থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার সময় ছিনতাইকারী পিছন থেকে মাথায় আঘাত করে। এরপর মৃত্যু নিশ্চিত করতে এলোপাতাড়ি কোপানো হয়। সড়কে টহলরত পুলিশ জাহিদুলকে উদ্ধার করে আহসানুল্লাহ মাস্টার হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ তাজ উদ্দিন মেডিকেলে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। নিহত জাহিদ একটি পোশাক কারখানার গাড়ি চালাতেন।

Exit mobile version