Site icon Jamuna Television

শেষ মুহূর্তের গোলে পরাজয় এড়ালো রিয়াল

ভিনিসিয়ুসের শেষ মুহূর্তের গোলে পরাজয় এড়ালো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের সাথে ১-১ গোলে ড্র করেছে জিনেদিন জিদান শিষ্যরা।

এর আগে প্রথম পর্বে সোসিয়েদাদের মাঠে গোলশূন্য ড্রয়ে যাত্রা শুরু হয়েছিলো স্প্যানিশ জায়ান্টদের। এবার নিজেদের মাঠেও ড্রয়ের হতাশা রিয়ালের। অথচ শুরুটা দারুণ আক্রমণাত্মক ছিলো দলটির।

মারিয়ানো দিয়াসের হেড ক্রসবারে প্রতিহত হলে লিড নেয়া হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। ক্রসবারে প্রতিহত হয় রাফায়েল ভারানের হেডও। বিরতির পর পাল্টা আক্রমণে সোসিয়েদাদকে লিড এনে দেন পোর্তু। পরে ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট পায় রিয়াল।

এই ড্র’য়ে বার্সেলোনাকে টপকে টেবিলের দুইয়ে উঠা হলো না গ্যালাক্টিকোদের। ২৫ ম্যাচে তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট।

ইউএইচ/

Exit mobile version