Site icon Jamuna Television

ফেদেরারের রেকর্ডে ভাগ বসালেন নোভাক জকোভিচ

পুরুষ এককে রজার ফেদেরারের র‌্যাংকিং সেরার রেকর্ডে ভাগ বসালেন নোভাক জকোভিচ। ফেদেরারের সমান ৩১০ সপ্তাহ র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে নতুন এই রেকর্ড গড়লেন জোকোভিচ।

আগামী সপ্তাহে রেকর্ডটা নিজের করে নেবেন এই সার্বিয়ান। গত বছরের ৩ ফেব্রুয়ারি নাদালকে সরিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠেন জোকোভিচ। এ নিয়ে ষষ্ঠবারের মতো শীর্ষে থেকে বছর শেষ করে ভাগ বসিয়েছেন পিট সাম্প্রাসের রেকর্ডে।

সবচেয়ে বেশি সময় শীর্ষে থেকেছেন ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ১২২ সপ্তাহ। বর্তমানে তার পয়েন্ট ১২ হাজার ৩০। গেলো মাসেই জেতেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। ১৮টি গ্র্যান্ডস্লাম জিতে আছেন নাদাল-ফেদেরারের ঠিক পেছনেই। নারী এককে ৩৭৭ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ড স্টেফি গ্রাফের।

ইউএইচ/

Exit mobile version