Site icon Jamuna Television

রংপুরের জামান মার্কেটে ভয়াবহ আগুন

আগুনে পুড়ে গেছে রংপুরের জামান মার্কেটের বড় একটি অংশ। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়ায় আশপাশের দোকানে। আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে পুরোপুরি। ক্ষতি হয়েছে আরও প্রায় ১০টি দোকানের।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি এখনও।

ইউএইচ/

Exit mobile version